শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ছড়িয়ে পড়েছে তাহসানের বাবা হওয়ার খবর, যা জানা গেল

ছড়িয়ে পড়েছে তাহসানের বাবা হওয়ার খবর, যা জানা গেল

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান। ক্যারিয়ারের রজতজয়ন্তী পার করা নিয়ে ব্যস্ত রয়েছেন দর্শকপ্রিয় এই তারকা। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার কোলে এক নবজাতকের ছবি ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, কোলের শিশুটি তাহসান ও রোজা দম্পতির, মা-বাবা হয়েছেন তারা। 

ছবিটি সোশ্যালে ছড়িয়ে পড়লে বেশ বিব্রতকর বোধ করেন এই গায়ক।সোশ্যালে এভাবে কোনো কিছু যাচাই-বাছাই না করে ছড়িয়ে দেওয়া নিয়েও খানিক মনঃক্ষুণ্ন হন এ গায়ক।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তাহসান দেশের একটি গণমাধ্যমকে বলেন, এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন ওর বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এটা তখনকারই ছবি।

এদিকে সংগীত জীবনের ২৫ বছর উপলক্ষে সেপ্টেম্বরে মাসব্যাপী অস্ট্রেলিয়ায় কনসার্ট করবেন তাহসান।


প্রসঙ্গত, চার মাসের পরিচয়ে চলতি বছরের ৫ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন সংগীত ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান।

সম্পাদক : অপূর্ব আহমেদ