সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

ডিইউজেকে মধুমতি ব্যাংকের ১০ লাখ টাকা অনুদান

ডিইউজেকে মধুমতি ব্যাংকের ১০ লাখ টাকা অনুদান

মধুমতি ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ১৭ জানুয়ারি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) অনুকূলে ১০ (দশ) লাখ টাকার অনুদানের চেক দিয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আজম ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর হাতে চেক হস্তান্তর করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন