শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

ফের বিজ্ঞাপনে শাকিব খান

ফের বিজ্ঞাপনে শাকিব খান

ঢালিউড মেগাস্টার শাকিব খান দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে একক রাজত্ব করে যাচ্ছেন। এর পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রের মডেলও হয়েছেন। তারই ধারাবাহিকতায় আবারো নতুন বিজ্ঞাপনের মডেল হলেন এই নায়ক। এবার তাকে আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে। 

ইন্ডিরিলস প্রোডাকশন হাউসের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করবেন সামিউর রহমান। জানা গেছে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন স্থানে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হবে। শিগগির এটি দেশের টেলিভিশন চ্যানেল, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইউটিউবসহ নানা প্ল্যাটফর্মে প্রচারিত হবে। 

এর আগে শাকিবকে ‘এসএমসি’র বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। ২০১৯ সাল থেকে এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। এবারই প্রথম কোনো আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশগ্রহণ করছেন।  

শাকিব খানকে সবশেষ দেখা গিয়েছিল গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমায়। বিজ্ঞাপনের বাইরে অভিনেতার সিনেমা নিয়ে ব্যস্ত শিডিউল যাচ্ছে। আগামী বছরের ঈদুল ফিরতে মুক্তি পাবে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। 

‘প্রিন্স’ পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এরইমধ্যে সিনেমার প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। যা বেশ সাড়া ফেলেছে সিনেপ্রেমীদের মনে। নভেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। সিনেমাটিতে শাকিবের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা। যদিও তাদের নাম এখনও চূড়ান্ত হয়নি। 

সম্পাদক : অপূর্ব আহমেদ