রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

দেশে ৫০টি মিডিয়া থাকলে ৪০টিতেই প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

দেশে ৫০টি মিডিয়া থাকলে ৪০টিতেই প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

বিএনপি দেশের অন্তত ৪০টি টেলিভিশন ও পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জের ফুডক্লাব অডিটোরিয়ামে এনসিপি জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি এনসিপির নেতার নামে নতুন টেলিভিশন চ্যানেলের অনুমোদন প্রসঙ্গেও কথা বলেন।

তিনি জানান, এনসিপি চায়, গণমাধ্যম পেশাদারিত্বের জায়গায় থাকুক।

সারজিস বলেন, ‘আগে অধিকাংশ গণমাধ্যম আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। আর এখন দেশের ৫০টি মিডিয়া থাকলে ৪০টিতেই প্রভাব খাটাচ্ছে বিএনপি। কোনো একটা টেলিভিশনের অনুমোদন হয়েছে, আমরা যেটা জেনেছি, সেখানে এনসিপির একজন আছে। কিন্তু একজন দিয়ে তো টেলিভিশনের অনুমোদন পাওয়া যায় না। আমরা যেটা শুনেছি, সেখানে বিএনপির লোকজনও আছে। জামায়াত ও স্বতন্ত্র লোকও আছে। কেন শুধু এনসিপিকে ফোকাসড করা হচ্ছে, আমরা মনে করি, এটা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা।’

সারজিস আলম বলেন, ‘আমরা চাই, মিডিয়া মিডিয়ার পেশাদারিত্বের জায়গায় থাকুক। আপনারা (সাংবাদিকরা) যে কথাটা বলতে চান, যে সত্যটা প্রকাশ করতে চান, তা করেন। কোনো একটা রাজনৈতিক দল, যত বড়ই হোক বা ছোটোই হোক, খারাপ হলে সেটা বলবেন, ভালো হলেও সেটা বলবেন।’

প্রায় ২৫ মিনিটের বক্তব্যে সারজিস আলম নওগাঁয় ‘মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার সেফ এক্সিট নেই’ দেওয়া বক্তব্যেরও ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘এক মিনিটের একটি বক্তব্যকে তিনটি শব্দে প্রকাশ করলে শুনতে একটু দুর্ধর্ষ লাগে। আমরা মনে করি, উপদেষ্টারা যে দায়িত্ব পেয়েছেন, সেটা সৌভাগ্যক্রমে। আমরা তাদের বলতে চাই— এত রাজনৈতিক চাপ, মানুষের প্রত্যাশা এগুলো বাদে কোনোভাবে নির্বাচনটা দিয়ে চলে যায়, তাহলে যাওয়ার পরে তাদের যে আশা ছিল শান্তি পাবে, সেই শান্তিটা পাবে না। কারণ এটা ইতিহাসের এত গুরুত্বপূর্ণ অধ্যায়, এ অধ্যায় যখনই আসবে তখনই তিনি আলোচিত হবেন।’

আওয়ামী লীগের ফিরে আসা প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘যে যেভাবেই বলুক, দেশ বা দেশের বাইরে বৈঠক হোক না কেন, আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই।’

সমন্বয় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল, চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কারী আলাউল হক।

সম্পাদক : অপূর্ব আহমেদ