শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ব্যাংক বন্ধ হলে সর্বোচ্চ দুই লাখ টাকা ক্ষতিপূরণ নিশ্চিত

ব্যাংক বন্ধ হলে সর্বোচ্চ দুই লাখ টাকা ক্ষতিপূরণ নিশ্চিত

উপদেষ্টা পরিষদ ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে। এর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানতের গ্যারান্টি এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অবসায়িত হলে প্রত্যেক আমানতকারী সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আগে ব্যাংকে আমানতে এক লাখ টাকার গ্যারান্টি ছিল। এখন সেটাকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে। ১৬ কোটি ৫০ লাখ মানুষ ব্যাংকে আমানত রেখেছেন। নতুন অধ্যাদেশের ফলে প্রায় ৯৩ শতাংশ গ্রাহক সুরক্ষা পাবেন।”

অধ্যাদেশে ছয়টি অধ্যায় এবং ৩৩টি ধারা রয়েছে। এতে আমানত সুরক্ষা তহবিল (ব্যাংক কোম্পানি) ও আমানত সুরক্ষা তহবিল (ফাইন্যান্স কোম্পানি) নামে দুটি স্বতন্ত্র তহবিলের বিধান রাখা হয়েছে। তহবিল দুটি পরস্পর বিনিময়যোগ্য নয় এবং বাংলাদেশ ব্যাংকের অন্যান্য তহবিল থেকে স্বতন্ত্র থাকবে।


তহবিল পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ড গঠন হবে। বাংলাদেশ ব্যাংকের সাংগঠনিক কাঠামোর অধীনে ‘আমানত সুরক্ষা বিভাগ’ নামে স্বতন্ত্র বিভাগ গঠন করা যাবে। আগের আইন অনুযায়ী অন্তর্ভুক্ত তফসিলি ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে তহবিলের সদস্য হিসেবে গণ্য হবে। নতুন লাইসেন্সপ্রাপ্ত তফসিলি ব্যাংকও সদস্য হিসেবে গণ্য হবে এবং লাইসেন্স পাওয়ার ৩০ দিনের মধ্যে প্রারম্ভিক প্রিমিয়াম জমা দিতে হবে।

প্রারম্ভিক প্রিমিয়াম কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ০.৫০ শতাংশ বা ট্রাস্টি বোর্ড নির্ধারিত পরিমাণ হবে। তহবিল থেকে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির রেজল্যুশনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে আর্থিক সহায়তা প্রদানের বিধান রাখা হয়েছে। নিরাপদ বিনিয়োগ, বৈচিত্র্য ও তহবিলের তারল্য সংরক্ষণকে প্রাধান্য দিতে হবে।

অধ্যাদেশে বলা হয়েছে, আমানতের গ্যারান্টির সর্বোচ্চ সীমা প্রতি তিন বছরে কমপক্ষে একবার ট্রাস্টি বোর্ডের সুপারিশ অনুযায়ী পুনঃনির্ধারণ করতে হবে। সরকারের পক্ষ থেকে ব্যাংকের আমানতকারীদের সুরক্ষা দেয়ার প্রথম উদ্যোগ ১৯৮৪ সালে নেওয়া হয়েছিল, পরে ‘ব্যাংক আমানত বীমা আইন, ২০০০’ প্রণয়ন করা হয়।

সম্পাদক : অপূর্ব আহমেদ