ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি অভিনয়ের পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবেও পরিচিতি পেয়েছেন। মা ও নবজাতকদের জন্য তাঁর প্রতিষ্ঠিত ফ্যাশন ব্র্যান্ড ‘বডি’-তে এবার যুক্ত হলেন তাঁর কন্যা প্রিয়ম।
এর আগে পরীমণি তাঁর ছেলে পুণ্যকে ‘বডি’র মডেল ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকেও পোশাক ব্র্যান্ডটির মডেল বানিয়েছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ফেসবুকে মেয়েকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর খবরটি জানিয়েছেন পরীমণি। পোস্টে ‘বডি’-এর ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘‘পরিচয় করিয়ে দিচ্ছি ‘বডি’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে।’’
অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন পরীমণির ভক্ত ও শোবিজ তারকারা। একজন লিখেছেন, ‘অসাধারণ লাগছে ছোট পরীকে’। অন্য একজন লিখেছেন, ‘ছোট্ট পরী’। তাঁর ভক্তরা মন্তব্য করেছেন, একজন সিঙ্গেল মাদার হিসেবে পরী যেভাবে তাঁর সন্তানদের নিয়ে এগিয়ে চলেছেন এবং নিজের পেশাগত কাজের সঙ্গে সন্তানদের মডেল হিসেবে দাঁড় করিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।
ছেলে ও মেয়েকে নিয়ে একা পথ চলছেন পরীমণি। গত বছরের মে মাসে তিনি ছয় দিন বয়সের কন্যাশিশুকে দত্তক নিয়েছিলেন। নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। এর আগে ২০২২ সালের আগস্ট মাসে জন্মগ্রহণ করে অভিনেত্রীর ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।