আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলার ঘটনায় যখন নেটিজেনদের সন্দেহের তীর তার স্ত্রী রিয়া মনির দিকে, ঠিক তখনই রহস্যজনক এক ফেসবুক পোস্টে জন্ম নিয়েছে নতুন গুঞ্জন। ফের হিরো আলমকে ডিভোর্স দেবেন রিয়া এমন এক ইঙ্গিতপুর্ণ পোস্টকে ঘিরে সরগরম নেটদুনিয়া। যদিও হামলার ঘটনায় রিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি তিনি।
সোমবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুকে আলম লেখেন, ‘রিয়া মনি নাকি আমাকে ডিভোর্স দেবে। ডিভোর্সটা দিলে একবারে সব বিষয়ে কথা বলবো। আজকে সাংবাদিক সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে।’
আলমের এই পোস্টের মন্তব্যের ঘরে রিয়া লিখেছেন, ‘যে বউ তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করতে পারে সেই বউয়ের ডিভোর্সের অপেক্ষা তুমি কেন করবে? তোমার তো তালাক দেওয়ার কথা তাকে।’
হামলার ঘটনার জের ধরে নেটিজেনদের একাংশ মনে করছেন, এ ঘটনার নেপথ্যে রয়েছেন আলমের স্ত্রী রিয়া মনি। তাদের ভাষ্য, ‘রিয়া মনিকে রিমান্ডে নিলে সব তথ্য বের হয়ে আসবে। হিরো আলমের ওপরে আক্রমনের পেছনে রিয়া মনি ও তার বয়ফ্রেন্ড জড়িত।’ অন্য একজন লিখেছেন, ‘রিয়া মনি তুমি ভালো হয়ে যাও। নাটক কম কর।’
রাজধানীর আফতাব নগরে হামলার শিকার হন হিরো আলম। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর হিরো আলম জানিয়েছিলেন, তাকে মারধর করা হয়েছে। বেশ কয়েকজন এসে তাকে মারছিল আর বারবার বলছিল, তিনি কেন নির্বাচনে দাঁড়ান। এরপর ওই ব্যক্তিরা তাকে অন্ধকারে নিয়ে গিয়ে মারধর করে ও হত্যার চেষ্টা চালায়।
হামলার ঘটনায় ম্যাক্স অভি ও হিরো আলমের কথিত প্রেমিকা কনটেন্ট ক্রিয়েটর মিথিলাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন আলম। গত ৫ অক্টোবর বাড্ডা থানায় করা মামলায় ম্যাক্স অভিকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত আগস্ট মাসে রিয়া-আলমের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের জেরে আলমকে ডিভোর্সের ঘোষণা দেন রিয়া।