মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নববর্ষে পাপী মনার চমক

জনপ্রিয় সংগীত শিল্পী পাপী মনা -বাংলাবাজার পত্রিকা.কম

নববর্ষের ঝোড়ো হাওয়া উপেক্ষা করে বিপুল দর্শকের উপস্থিতিতে গান গাইলেন জনপ্রিয় সংগীত শিল্পী পাপী মনা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এ উদযাপিত হলো চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ। শনিবার (১৩ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত বেঙ্গলি ক্লাব ইউ এস এ 'র উদ্যোগে দেশি সাজ এবং তরঙ্গ কেয়ার ইনক এর আয়োজনে এ অনুষ্ঠানে ছিল পোশাক ও লোকজ শিল্পের মেলা, লোকসংগীত, নৃত্য, পুঁথি পাঠ ও আবৃত্তি।

ছিল ফ্রী পান্তা ইলিশ। অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেছে পাপী মনা এবং লুমিনসহ স্থানীয় শিল্পীবৃন্দ। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।

জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত পাপী মনা ২০১৯ সালে নিউ ইয়র্কে ফোবানাতে গান গাওয়ার পর এ বছর তার লেখা এবং সুর করা গান গেয়ে মাতিয়ে ছিলেন জ্যাকসন হাইটস। ২০১৪ সালে ভুল গানটি দর্শকের মাঝে বিপুল সারা ফেলে।

সম্পাদক : অপূর্ব আহমেদ