মাস দুয়েক আগে বলিউড তারকা পরিণীতি চোপড়া জানিয়েছিলেন মা হতে যাচ্ছেন তিনি। এবার দিলেন সুখবর। গতকাল সোমবার মা হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সামাজিক মাধ্যমে পরিণীতি চোপড়া ও তাঁর স্বামী রাজনীতিবীদ রাঘব চাড্ডা নিজেরাই জানিয়েছেন খবরটি। ইনস্টাগ্রামে এক পোস্টে তারা লেখেন, ‘অবশেষে সে এসে গেছে—আমাদের পুত্রসন্তান! এই মুহূর্তের আগের জীবনটা কেমন ছিল, সেটাই আমরা ভুলে গেছি। আমাদের কোল এখন পূর্ণ, মন আরও পরিপূর্ণ।’
এরপর লেখেন, ‘প্রথমে আমরা শুধু একে অপরকে পেয়েছিলাম, আর এখন আমাদের সবকিছু আছে। কৃতজ্ঞতায়—পরিণীতি ও রাঘব।’
এদিকে পরিণীতির সুখবরে আনন্দে ভাসছে বলিউড। নতুন অতিথির আগমনে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।
২০২৩ সালের সেপ্টেম্বরে সাতপাকে বাঁধা পড়েন রাঘব- পরিণীতি। মহা ধূমধাম করে বিয়ে হয় তাদের। রাজস্থানের উদয়পুরে বসে বিয়ের আসর। ভারতের বিনোদন অঙ্গন ও রাজনীতির মাঠের খ্যাতিমান ব্যক্তিরা এসেছিলেন অতিথি হয়ে।
মুম্বাইয়ের এক অভিজাত রেস্তরাঁয় নৈশভোজ সারতে গিয়ে প্রথম ফিসফাস শুরু হয় রাঘব ও পরিণীতির সম্পর্কের খবর। সেই ছবির সূত্র ধরেই তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসে। জল্পনা জোরালো হয় এই ঘটনার পরদিন। সেদিন আবার লাঞ্চ ডেটে গিয়েছিলেন দুজন। প্রথমে শোনা গিয়েছিল, রাঘব লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়ার সময় থেকেই নাকি দুজনের সখ্যতা। পরিণীতিও ম্যাঞ্চেটার বিজনেস স্কুল থেকে অর্থনীতি নিয়েই পড়াশোনা করেছেন।