বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নীলফামারীতে টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাত ও ঝড়ে চলতি মৌসুমের আমন ধান ও শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠের আধপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে ও গাছের ডগা ফেটে গেছে এবং অনেক খেত পানির নিচে তলিয়ে গেছে, ফলে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
শনিবার (১ নভেম্বর) বিকেলে জেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ৫ হাজার ৫৬৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির বীজ বপন করা হয়েছে। ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, শাকসহ শীতকালীন সবজি চাষ করা হয়েছে।
বৃষ্টির কারণে আধাপাকা ধানগাছ নুয়ে পড়েছে, ফলে ফলন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি আগাম আলু ও শীতকালীন সবজির অনেক খেত পানিতে তলিয়ে গেছে। কৃষকরা নালা কেটে জমি থেকে পানি বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম























