বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আদিত আমার মন ভালো নেই -লিউজা

প্রবাসী কবি লিউজা

আদিত আমার মন ভালো নেই

-লিউজা 


তোমাদের শহরে শীত আসি আসি করছে

চলছে শীত উৎসবের প্রস্তুতি,

কিংবা আঁকছো সুখনিদ্রার স্বপ্নকথা।

আজ আমার ভিষণ একা লাগছে, ভিষণ একা 

আমি ছুটি চাই আদিত ছুটি!

তোমার মত সুখনিদ্রায় স্বপ্ন আঁকার জন্য

আমি ছুটি চাই দু:খের কাছ থেকে।

অনেকবার দু:খকে বলেছি, দু’হাত জোড় করে বলেছি

দু:খ আমাকে দাও ছুটি

আমি আনন্দ ভালোবাসি।

আমি ভালোবাসি জীবনের রঙিন ক্ষণ

আমি ভালোবাসি রাঙ্গিয়ে তুলতে সময়,

আমি ভালোবাসি রাঙ্গাতে প্রিয় মানুষের মন।

বলতে পারো আদিত তবুও কেন দু:খ আমাকে

এভাবে আটকে রাখে লোহার শিকলে বেঁধে?

আনন্দ উচ্ছাসে জীবনের জয়গান গাইতে গাইতে 

আমি চাই পূর্ণিমার চাঁদ টা যেন

আমাকে তার সান্নিধ্য দেয় অনায়াসে।

অন্ধকারে আমার দমবন্ধ হয়ে আসে

অন্ধকারে আমার ভয় হয়, ভিষণ ভয়!

আমি তো আলোর পথযাত্রী তবুও কেন

আচমকা অন্ধকার এসে কেড়ে নেয় 

আমার ভালোবাসার প্রদীপের আলো?

আলো নিভে গেলে মন খারাপ হয়

একাকিত্ব গ্রাস করে, বিষন্ন লাগে

আদিত আমার আজ মন ভালো নেই।


(লংআইল্যান্ড, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র)

সম্পাদক : জোবায়ের আহমেদ