বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটিতে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির চিফ নিউজ এডিটর এম এম বাদশাহ।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের। কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও ডিআরইউর সিনিয়র সদস্য উত্তম চক্রবর্তী। নির্বাচন পরিচালনায় ক্র্যাবের পক্ষে সহায়তা করেন সংগঠনের সিনিয়র সদস্য আহমদ আতিক।
সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন আরিফ পেয়েছেন ১৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে সিরাজুল ইসলাম পেয়েছেন ১১৪ ভোট এবং হাসান উজ জামান পেয়েছেন ৪২ ভোট।
যুগ্ম সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজী ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহমেদ লাবু পেয়েছেন ১২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নিহাল হাসনাইন পেয়েছেন ১৫৬ ভোট। এ পদে আমানুর রহমান রনি পেয়েছেন ১১৯ ভোট।
অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. এমদাদুল হক খান পেয়েছেন ৮৮ ভোট। দপ্তর সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু পেয়েছেন ১৫৩ ভোট। এ পদে এস এম ফয়েজ পেয়েছেন ১১৬ ভোট।
কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২১৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন আবু হেনা রাসেল, ১৩৪ ভোট পেয়ে দ্বিতীয় আইয়ুব আনসারী এবং ১৩১ ভোট পেয়ে তৃতীয় মাহবুব আলম। হরলাল রায় সাগর পেয়েছেন ১২৯ ভোট।
এ ছাড়া সহসভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক পদে শেখ কালিমউল্যাহ নয়ন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবার মোট ভোটার ছিলেন ২৯৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২৮৪ জন। পাঁচটি ভোট বাতিল হয়েছে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম
























