বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

কোপার শিরোপা জয়ে মেসিদের অনন্য রেকর্ড

কোপার শিরোপা জয়ে মেসিদের অনন্য রেকর্ড

কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজের গোলে ১-০ গোলের জয়ে নিজেদের ইতিহাসের ১৬তম কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করল আর্জেন্টিনা। অনন্য এ রেকর্ড গড়ে শতবর্ষী এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ শিরোপাধারী হিসেবে নিজেদের নাম বিশ্বের দরবারে তুলে ধরলো আলবিসেলেস্তেরা।

এদিকে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ আর ২০২৪ সালের কোপা আমেরিকা। টানা তিন আন্তর্জাতিক ট্রফি জয়ের এক বিরল রেকর্ডও গড়ল তারা। যে কীর্তি ছিল কেবল স্পেনের। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত ইউরো এবং বিশ্বকাপের শিরোপা জিতেছিল তারা। এবার লাতিন আমেরিকা থেকে তাদের সেই কীর্তিদের ভাগ বসালেন মেসিরা।

নিজের বর্ণিল ক্যারিয়ারের শেষটা আনহেল ডি মারিয়ার জন্য হলো ছবির মতোই সুন্দর। ২০২১ সালে মারাকানায় তার গোল দিয়েই আর্জেন্টিনা শুরু করেছিল শিরোপা জয়ের এক যাত্রা। এরপর থেকে আরও দুই শিরোপা জয়ের সাক্ষী হয়েছেন। ২০২২ সালের ফিনালিসসিমা আর বিশ্বকাপের ফাইনালে গোল করেছিলেন।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন