বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ঈদের পরে সুবিধাজনক সময়ে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন

ঈদের পরে সুবিধাজনক সময়ে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন

ঈদের পরে সুবিধাজনক সময়ে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সকালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের সভাপতিত্বে শুরু হওয়া সাধারণ সভা সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।


সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটি সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, মোহাম্মদ মোমিন হোসেন, কাদের গনি চৌধুরী, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী ও এ কে এম মহসীন।



সভার শুরুতে কোরআন তিলওয়াত এবং গত বছরে মারা যাওয়া সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও মোনাজাত করা হয়। সভায় ‘সাধারণ সম্পাদকের’ রিপোর্ট উপস্থাপনা করেন আইয়ুব ভূঁইয়া। এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ বখতিয়ার রানা। 


সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর ২৮ জন সদস্য আলোচনায় অংশ নেন।



তারা হলেন মীর লুৎফুল কবীর সাদী, ডিএম আমিরুল ইসলাম অমর, কাজিম রেজা, আহমেদ করিম, সৈয়দ আলী আসফার, এম মোশাররফ হোসাইন, এম এ আজিজ, খন্দকার আলমগীর হোসাইন, মনজুরুল ইসলাম, আবদুল আউয়াল ঠাকুর, বাবুল তালুকদার, নূরুল হাসান খান, মোশাররফ হোসেন ইউসুফ, বাছির জামাল, শাহীন হাসনাত, দেলোয়ার হাসান, মো. মোদাব্বের হোসেন, সাঈদুল হোসেন সাহেদ, মুরসালিন নোমানী, বুলবুল আহমেদ, মো. এমরান হোসেন, শান্তা মারিয়া, নাঈম-উল-করিম, খন্দকার হাসনাত করিম, শাহীন চৌধুরী, মুহাম্মদ বাকের হোসাইন, খুরশীদ আলম ও মোহাম্মদ শহিদুল ইসলাম।

সভায় ঈদের পরে সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠান, নতুন সদস্য পদ প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা তুলে দেওয়া, ভোট প্রদানের জন্য প্রবেশন পিরিয়ড এক বছরের পরিবর্তে ৬ মাস করা এবং অগঠনতান্ত্রিকভাবে প্রেস ক্লাব দখল ও ক্লাবের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ইতোমধ্যে সদস্য পদ স্থগিত হওয়া ইলিয়াস খান ও সরদার ফরিদ আহমদকে প্রেস ক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।


সভাপতি হাসান হাফিজ সদস্যদের পেশকৃত প্রস্তাবসমূহ গুরুত্ব সহকারে বিবেচনা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।



সম্পাদক : অপূর্ব আহমেদ