মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আইসিসির ‘আলটিমেটাম’ ইস্যুতে আসল সত্য জানালো বিসিবি

আইসিসির ‘আলটিমেটাম’ ইস্যুতে আসল সত্য জানালো বিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে চলমান আলোচনার বিষয়ে পরিষ্কার অবস্থান জানিয়েছে বিসিবি। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করে, বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানাতে বিসিবিকে ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। তবে এই দাবিকে সরাসরি নাকচ করেছে বিসিবি।


সোমবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন, আইসিসির সঙ্গে বৈঠকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে, ভারতের নির্ধারিত ভেন্যুগুলোতে খেলতে আমরা অপরাগ। তাই বিকল্প ভেন্যুর জন্য অনুরোধ করেছি। আইসিসির প্রতিনিধিরা আমাদের কথা শুনেছেন এবং বলেছেন, বিষয়টি তারা আইসিসিকে জানাবেন। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা তারিখ আমাদের জানানো হয়নি।


গত এক সপ্তাহের মধ্যে এটি ছিল বিসিবি ও আইসিসির দ্বিতীয় বৈঠক। আলোচনায় বিসিবি জানিয়েছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী, তবে ভারতের বাইরে। বিকল্প ভেন্যু হিসেবে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কার নাম প্রস্তাব করেছে বিসিবি। তবে ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তুলে ধরলেও আইসিসি এখন পর্যন্ত নির্ধারিত সূচি পরিবর্তনে সম্মত হয়নি।


বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। উদ্বোধনী ম্যাচে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা টাইগারদের। পরবর্তী দুই ম্যাচও একই ভেন্যুতে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে শনিবারের বৈঠকে বিসিবির আরেকটি প্রস্তাবও নাকচ করেছে আইসিসি। বিসিবি গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল, যাতে বাংলাদেশ শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে পারে। তবে আইসিসি এতে সম্মত হয়নি। বরং তারা বিসিবিকে আশ্বস্ত করেছে যে, বাংলাদেশ দলের জন্য ভারতে কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই।


আইসিসি ও বিসিবি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে আইসিসি। যদি বিসিবি ভারত সফরে দল পাঠাতে অস্বীকৃতি জানায়, তাহলে বিকল্প দল ঘোষণার পথে যেতে পারে আইসিসি। সেক্ষেত্রে বর্তমান র‍্যাংকিং অনুযায়ী স্কটল্যান্ড বিশ্বকাপে সুযোগ পেতে পারে।


সম্পাদক : অপূর্ব আহমেদ