রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিবন্ধন আবেদনে ছয় ত্রুটি, এনসিপিকে ইসির চিঠি

নিবন্ধন আবেদনে ছয় ত্রুটি, এনসিপিকে ইসির চিঠি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবেদনে ছয়টি গুরুত্বপূর্ণ ত্রুটি চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ত্রুটি ৩ আগস্টের মধ্যে সংশোধন করে যথাযথ দলিল জমা দেওয়ার নির্দেশ দিয়ে এনসিপিকে চিঠি দিয়েছে সংস্থাটি।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এনসিপিসহ ১৪৪টি দল ইসিতে নিবন্ধনের আবেদন করেছে। আইন অনুযায়ী, দলীয় নিবন্ধনের জন্য নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হয়, যার প্রাথমিক যাচাই শেষে ইসি এসব ঘাটতি শনাক্ত করেছে।

ইসির চিঠিতে বলা হয়, এনসিপির আবেদনে দলের সব কার্যকর জেলা ও উপজেলা দপ্তরের পূর্ণাঙ্গ তালিকা নেই। ঢাকা ও সিলেট জেলা কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্রে দলের নাম নেই, এমনকি কিছু উপজেলায় যথাযথ সংখ্যক সদস্যের উপস্থিতি নিশ্চিত করা যায়নি। কিশোরগঞ্জের ইটনা ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভাড়ার দলিলে দলীয় ঠিকানা ও নাম অনুপস্থিত।

এছাড়া, দলের তহবিলের পরিমাণ ও উৎস সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ রয়েছে। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তপত্রে স্বাক্ষরের ঘাটতি এবং গঠনতন্ত্রে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক প্রার্থী মনোনয়নের সুনির্দিষ্ট বিধান নেই বলেও জানায় ইসি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দলের দলিলে ‘সংবিধান–পরিপন্থী কার্যক্রম নেই’ এমন প্রত্যয়নপত্র কিংবা ১৯৭২ সালের আন্তর্জাতিক অপরাধ আইন ও কোলাবোরেটর অর্ডারের অধীনে দণ্ডপ্রাপ্ত কেউ দলের সদস্য নয়—এই সংক্রান্ত ঘোষণাও অনুপস্থিত।

এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেন, “আমরা ইসির চিঠি পেয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংশোধিত নথি জমা দেব।”

সম্পাদক : অপূর্ব আহমেদ