বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

মাইগ্রেন আর অবসাদ দূর হবে এক ওষুধেই!

মাইগ্রেন আর অবসাদ দূর হবে এক ওষুধেই!

মাইগ্রেন— এমন একটি সমস্যা, যে ভোগে সেই বোঝে এর কষ্ট। মাথা ব্যথার একটি তীব্র কষ্টদায়ক ধরন এটি। গরম পড়লে বাড়ে মাথা ব্যথা, বৃষ্টিতে ভিজলেই মাথায় যন্ত্রণা, হাই বিটে গান শুনলে মাথা ব্যথা, অফিসের মিটিং চলতে চলতে মাথার যন্ত্রণা। কারণের যেন শেষ নেই। 

এই মাথা ব্যথা সাধারণ ব্যথা থেকে আলাদা। একবার শুরু হলে যেন থামতেই চায় না। ভোগান্তির শেষ এখানে শেষ নয়। গবেষকরা বলছেন, দীর্ঘ সময় মাইগ্রেনে ভোগা রোগীদের মধ্যে অনেকসময় অবসাদের লক্ষণও দেখা দেয়। মাইগ্রেন থেকে ‘অ্যাংজাইটি অ্যাটাক’ হয়েছে, এমন রোগীর সংখ্যাও কম নয়।

এবার মাইগ্রেন আর অবসাদে ভোগা ব্যক্তিদের জন্য এলো স্বস্তির খবর। এক ওষুধেই মিলবে দুই সমস্যার সমাধান। এমনই এক ওষুধ তৈরির দাবি করেছেন আমেরিকার বিজ্ঞানীরা।

‘ফ্রিমেনেজুমাব’ নামে একটি ওষুধ তৈরি করেছেন গবেষকরা। দাবি করা হয়েছে এই ওষুধ একইসঙ্গে মাইগ্রেন আর অবসাদ দুটোই কমাবে। ‘জার্নাল অফ আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’-এর একটি গবেষণাপত্রে প্রকাশিত খবরে এই তথ্য জানা গেছে। 

গবেষকেরা জানিয়েছেন, নতুন ওষুধটি ৫৪০ জনের ওপর প্রয়োগ করে দেখা হয়েছে। তাদের মধ্যে কারও মাইগ্রেন ছিল, আবার কেউ অবসাদে ভুগছিলেন। অনেকে আবার উভয় রোগেই ভুগছিলেন। ওষুধটি নির্দিষ্ট ডোজে খেয়ে প্রায় সবাই উপকার পেয়েছেন। 

‘ফ্রিমেনেজ়ুমাব’ ওষুধটি মস্তিষ্কের প্রদাহ কমাতে পারে। পাশাপাশি, স্নায়ুর যেকোনো জটিল সমস্যা সমাধানেও এটি ইতিবাচক ভূমিকা রাখে। এমনটা দাবি গবেষকদের। 

আপাতত ব্রিটেন, আমেরিকা, জার্মানি-সহ ১২টি দেশে ক্লিনিক্যাল ট্রায়াল করা হচ্ছে ওষুধটি। গবেষকরা জানিয়েছেন, বহু মানুষের ওপর পরীক্ষা সফল হলে, তবেই সেটি বাজারে নিয়ে আসা হবে।

সম্পাদক : অপূর্ব আহমেদ