কুড়িগ্রামের রাজারহাটে ১৬ ইঞ্চি উচ্চতার একটি কলাগাছে সাতটি মোচা ধরেছে। এই ছোট গাছে একসঙ্গে এতগুলো মোচা দেখতে মানুষ ভিড় করছেন নুরজ্জামালের বাড়িতে।
শনিবার (১৭ মে) দুপুরের দিকে বিষয়টি চোখে পড়ে বাড়ির লোকজনের।
এলাকাবাসী জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারের অদুরে উত্তর দিকে চাকিরপশার উপস্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে নুরজ্জামালের বাড়ির পাশে একটি ১৬ ইঞ্চি কলারগাছে সাতটি মোচা বের হয়।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী গণমাধ্যমকে বলেন, এখানে অনেক বেশি পরাগায়ন হয়ে গেছে। এজন্য হয়তো এতগুলো মোচা হয়েছে। তবে এ দৃশ্য খুবই দুর্লভ।