আজ শনিবার, মে, ২০২৫ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের উদ্যোগে টরন্টোর স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বগুড়ার উদীচী কার্য্যালয় ভাংচুর ও জাতীয় সংগীত পরিবেশনে বাধাপ্রদানের জন্য প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এই আয়োজনে যুক্ত হোন কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষ। সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, উদীচীর সভাপতি সুভাষ দাশ, সাধারণ সম্পাদক মিনারা বেগম, বিদ্যুৎ রঞ্জন দে, পিডিআই এর সাধারণ সম্পাদক মনির জামান রাজু।
বক্তারা বলেন, দেশে এখন চরমক্রান্তিকাল চলছে। মৌলবাদীদের আস্ফালন বেড়েই চলেছে। দেশে এখন নারী শিশু সহ কোন মানুষই নিরাপদ নয়। বগুড়ায় উদীচী কার্য্যালয় হামলা, ভাংচুর, জাতীয় সংগীত পরিবেশনে বাধা প্রদান, মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সংগীতের অবমাননা কোন আবস্থায় মানা হবেনা। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের যে কোন ক্রান্তি লগ্নে প্রবাসীরা সব সময়ই পাশে ছিলো এবং থাকবে।