বুধবার, ২ জুলাই, ২০২৫

মিয়ানমারকে হারাতেও আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা

মিয়ানমারকে হারাতেও আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা

এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালী বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫৫ নম্বরে থাকা শক্তিশালী মিয়ানমারের জয় পেতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের ফুটবলাররা। 

মঙ্গলবার (১ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছিলেন জাতীয় দলের ফরোয়ার্ড স্বপ্না রানী।

তিনি বলেন, আগামীকালও আমাদের বড় ম্যাচ। সবাই খুব মনোযোগ দিয়ে অনুশীলন করছি। কোচ যেভাবে গেম প্ল্যান দিবেন, আমরা সেটাই মাঠে প্রয়োগ করব। আশা করছি ভালো একটা ম্যাচ হবে। 

কোচের কৌশল নিয়ে মিডফিল্ডার সুরভী আকন্দ প্রীতি বলেন, আমরা সবাই অনেক ভালো প্রস্তুতি নিচ্ছি। কোচ যেভাবে দিকনির্দেশনা দিচ্ছেন, সেটা মাঠে প্রয়োগ করার চেষ্টা করব। সুযোগ পেলে ভালো কিছু উপহার দিতে চাই।

এর আগে কখনও এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারেনি বাংলাদেশ নারী দল। তবে এবার প্রথম ম্যাচে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে আশা জাগিয়েছে বাংলাদেশ দল।

মিয়ানমারও নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়ে ফর্মে রয়েছে। তাই আগামীকালের লড়াই মূলত গ্রুপ শীর্ষস্থানের জন্য সরাসরি ফাইনাল হয়ে উঠেছে। জয় পেলে শুধু শীর্ষে ওঠা নয়, শেষ ম্যাচে নির্ভারভাবে মাঠে নামার সুযোগ পাবে বাংলাদেশ।


সম্পাদক : অপূর্ব আহমেদ