সোমবার, ১৪ জুলাই, ২০২৫

প্রায় ছয় ঘণ্টা পর বনানীতে যান চলাচল শুরু

প্রায় ছয় ঘণ্টা পর বনানীতে যান চলাচল শুরু

রাজধানীর বনানীতে প্রায় ছয় ঘণ্টা পর সিএনজিচালিত অটোরিকশা চালকরা সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক থেকে সরেছেন। এতে যান চলাচল শুরু হয়েছে।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় তারা সড়ক ছাড়লে যান চলাচল শুরু হয়।

এর আগে, আজ দুপুর ১২টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন তারা। অবরোধের কারণে ওই সড়কে যানচলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে। এতে ভোগান্তি পোহাতে দেখা যায় সাধারণ যাত্রীদের।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি অটোরিকশা চালকরা দুপুর ১২টার পরই বনানী বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন। আমরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা রাস্তা ছাড়েনি। এখনো রাস্তা বন্ধ করে আন্দোলন করছে। আমরাও সেখানে অবস্থান করছি।


সম্পাদক : অপূর্ব আহমেদ