জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আলোচিত ‘জুলাই শহীদদের আবাসন প্রকল্প’ অনুমোদন হয়নি। তবে মোট আট হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সংবলিত ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৭ জুলাই) একনেক সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
এর আগে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১২ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৭টি, সংশোধিত প্রকল্প ৪টি এবং ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বৃদ্ধির দুটি প্রকল্প রয়েছে।
জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ যাওয়ার বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘আমরা মনে করি প্রকল্পটির যথার্থ মূল্যায়ন হওয়া উচিত। জুলাই যোদ্ধাদের সব প্রকল্প এক জায়গায় এনে সমন্বয় করা উচিত।’
তিনি আরও বলেন, ‘এটা এখন গ্রহণ করিনি, যথাযথভাবে খরচের মূল্যায়ন হওয়া উচিত। এসব পরিবারের জন্য ভাতার ব্যবস্থা আছে, পঙ্গুদের ভাতা সবগুলোকে একসঙ্গে করে সমন্বিত করা উচিত। ভালো পরিকল্পনা দরকার। তবে এটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দেখভাল করবে, সঙ্গে অন্যান্য মন্ত্রণালয় যুক্ত হবে।’
একনেক সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.); শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।