শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সালাহউদ্দিন সালমানের কবিতা

কবি সালাহউদ্দিন সালমান

অকাতর অনিরব বোবা কান্নার যন্ত্রণা

অনবরত অজস্র মাত্রায় বিধ্বস্ত করে যাচ্ছে

আমাকে পলে অনুপলে। 

আমার অন্তর্গত বিরহের উচ্ছ্বাস

জীবনের আটপৌরে মিশে আছে

একেকটা বিয়োগ যাতনার আর্তচিৎকার। 

যেনো মানুষ নই আমি

কখনো চেরনোবিল নাগাসাকি

অথবা হিরোশিমা।

সম্পাদক : অপূর্ব আহমেদ