বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বাস্তবতার সীমানা ছাড়িয়ে

কবি রিজিয়া বেগম

বাস্তবতার সীমানা ছাড়িয়ে

-রিজিয়া বেগম


হিমেল রাতে কুয়াশার চাদরে

রুপালী চাঁদ

আলো বিলায় যখন,

আমার স্বপ্নবেলার 

সোনালী স্বপ্নেরা

ফিরে এসে উঁকি দেয় আবার;

আমার সোনালী চোখে।

সোনা ঝরা এমন রাতের স্বপ্ন

দেখেছি যেন জন্ম জন্মান্তরে!  

এমন রাত চেয়েছি 

যেনো ফিরে ফিরে আসে বারবার, 

ফিরে আসে আমার জীবনে

তোমারই হাত ধরে।

কেবল আলো, মায়ার ছায়ায়,

জীবনের জয়গানে। 

অথচ- 

স্বপ্নেই  কেবল থেকে যাও ,

স্বপ্নেই বিচরণ তোমার। 

নেমে এসো নাতো এ ধরায়!

চাঁদ কেবল আলো- ই বিলায়,

রুপোলী মায়াতে মুগ্ধতার অভাব। 

কেবলই দেখি

সাদা আলোর সাথে 

বিশাল একটা কুয়াশার চাদর,

যেন গল্পের জুজু বুড়ি।

দূর পাহাড়ের অন্ধকারে 

ভীতিকর ছায়া প্রেতাত্মার।

থেকে থেকে শেয়ালের ডাক,

আর  আচমকা নাম না জানা

বুনো পাখিদের বুকফাটা আর্তনাদ। 

চারিদিকে কেবল অশরীরী ছায়া।

জীবনের সাথে যোগ হয়ে 

যেন চায় 

জীবন্মৃতের সম্পর্কের মাঝে

সাঁকো হয়ে উঠতে। 

হার না মানা আত্মা তখন

স্বপ্নকেই ডেকে আনে।

অশরীরী কোন ছায়া ফেলবে না

এই চোখে।

স্বপ্নময় চোখে স্বপ্নীল তুমি

এখনো আছো আমায় ঘিরে।

রেখেছো অদৃশ্য এক চাদরে।

এ তো রুপালী চাঁদের আলোয়

ঝাপসা দেখানো

শীতের কুয়াশার চাদর নয়! 

এ আমার স্বপ্ন,

স্বপ্ন কেবল তোমার অস্তিত্ব দিয়ে 

যেনো শীতের মাঝে

এক টুকরো চাদরের গরম উষ্ণতা,

উষ্ণ ভালবাসায় 

তোমার বুকে বেঁচে থাকা।

সম্পাদক : জোবায়ের আহমেদ