শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

হিলিতে কমেছে আদা-পেঁয়াজ ও আলুর দাম

হিলিতে কমেছে আদা-পেঁয়াজ ও আলুর দাম

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে আদা, আলু ও পেঁয়াজের দাম। কেজি প্রতি দেশি আলু ১০ টাকা কমে ২০ টাকায় এবং পেঁয়াজ প্রকার ভেদে কেজি প্রতি ৫ টাকা কমে ৪০ থেকে ৪৫ টাকা ও ভারতীয় আদা কেজি প্রতি ২০ টাকা কমে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি আলু ও পেঁয়াজ উঠতে শুরু করাতে এবং আদার সরবরাহ বেশি হওয়ার কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে সবজি বিক্রেতা ইউসুফ আলী বলেন, এক সপ্তাহ থেকে হিলি বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমতির দিকে। মোকামে দাম কম হওয়ার কারণে আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করতে পারছি। আগের থেকে ক্রেতাও অনেক বেড়ে গেছে। বর্তমানে কাঁচাবাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, গত সপ্তাহে ভারতীয় ২৯ ট্রাকে প্রায় ৮৫০ মেট্রিকটন পেঁয়াজ এবং ভারতীয় ৮ ট্রাকে ১৬৫ মেট্রিকটন আদা আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন