মুমিন সাধারণত বিপদ-আপদ থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে দোয়া করে থাকেন। এ ছাড়া কোনোকিছুর প্রয়োজন হলেও তার কাছে চান। কেননা দোয়ার মাধ্যমে আল্লাহ তার বন্দার ইচ্ছে পূরণ করে থাকেন।আল্লাহও পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। যখন কোনো বান্দা তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শূন্যহাতে ফিরিয়ে দেন না।আল্লাহ আরও বলেন, প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায়, তারা সফলকাম হবে। (সূরা বাকারা, আয়াত: ১৮৬)।
অন্য আয়াতে বলা হয়, আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদের আমি অবশ্যই অবশ্যই আমার পথে পরিচালিত করবো। অবশ্যই আল্লাহ সৎকর্মপরায়ণদের সঙ্গে আছেন। (সূরা আনকাবুত (২৯), আয়াত: ৬৩)আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, মহান আল্লাহ তায়ালা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে (প্রথম আসমান) অবতরণ করে ঘোষণা করতে থাকেন- কে আছে এমন যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছ এমন যে আমার কাছে চাইবে? আমি তাকে তা দেব। কে আছ এমন আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। (সহিহ বুখারি, হাদিস: ১০৭৯)
আবু উমামা (রা.) আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার রাসুল (সা.) কে জিজ্ঞাসা করা হয়েছিল- ইয়া রাসুলাল্লাহ! কোন সময়ে দোয়া বেশি কবুল হয়? জবাবে তিনি (রাসুল সা.) বলেন, শেষ রাতের মাঝে আর ফরজ সালাতের পরের দোয়া। (তিরমিজি, হাদিস: ৩৪৯৯)