বুধবার, ১ মে, ২০২৪

কেরানীগঞ্জে স্কুলে মশক নিধন কর্মসূচি

কেরানীগঞ্জে স্কুলে মশক নিধন কর্মসূচি

ডেঙ্গুসংক্রান্ত আমাদের বিগত বছরগুলোর অভিজ্ঞতা মোটেও ভালো নয়। বছরব্যাপী মশক নিধন কার্যক্রম অব্যাহত না থাকার কারণেই পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যর্থতা বারবার আলোচনায় আসছে। ঢাকার বাইরের বিভিন্ন সিটি করপোরেশনের ডেঙ্গু নিয়ন্ত্রণেও রয়েছে অব্যবস্থাপনার অভিযোগ। এদিকে ডেঙ্গু ঝুঁকি এড়াতে কেরানীগঞ্জে শিক্ষার্থীদের সচেতন করতে মশক নিধন কর্মসূচি উদ্বোধন করেছে ডাকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। রোববার দুপুরে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি আজহারুল ইসলাম খোকনের সভাপতিত্বে এ মশক নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেছে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন।


মশক নিধন কর্মসূচির শুরুতেই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এরপর ফগার মেশিনের মাধ্যমে স্কুল ও এরআশপাশের এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- ডাকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মেহেরুন নাহার, সহকারী শিক্ষক- শরীফুন নেছা, তাহমিনা আক্তার, ঊর্মিলা দাস, মর্জিনা বেগম, মো. হালিম সিকদার ও অর্পিতা কুণ্ডু। এছাড়া স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হাজী মো. জুবায়ের আলম, মো. মোস্তাক ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন সুমন (সভাপতি-কেরানীগঞ্জ উপজেলা যুব আইনজীবী কল্যাণ সমিতি)। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী হাজী সায়েম ও মো. বাবুল উপস্থিত ছিলেন।


কর্মসূচিতে সহায়তাকারী সংগঠন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজুর রহমান কমল, কেরানীগঞ্জ কমিটির উপদেষ্টা মোক্তার হোসেন মুক্তি, ডা. বাদশা হোসেন, সহ-সভাপতি- এবিএম সিদ্দিক, মো. রবিন, সাংগঠনিক সম্পাদক- মো. ইমন, সদস্য মো. কাশিফ ও মো. ফয়সাল উপস্থিত ছিলেন।

সম্পাদক : জোবায়ের আহমেদ নবীন