বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আলোচনার মাধ্যমে জবির সমস্যা দ্রুত সমাধান করা হবে : মাহফুজ

আলোচনার মাধ্যমে জবির সমস্যা দ্রুত সমাধান করা হবে : মাহফুজ

তিন দফা দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই আলোচনার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলেই সমস্যা নিরসনের চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আলোচনার পথ খোলা রয়েছে এবং যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকার আন্তরিক।

বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে উপদেষ্টা কাকরাইল মসজিদের পাশে পুলিশি ব্যারিকেটের সামনে জবির শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন

এ সময় তিন দফা দাবিতে আন্দোলনের বিষয়ে কথা বলার সময় শিক্ষার্থীদের মধ্য থেকে তথ্য উপদেষ্টার মাথায় পানির বোতল ছুঁড়ে মারা হয়।বক্তব্যের শুরুতে উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছেন। এ বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।


এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, আজকে কিছু পুলিশ সদস্য হয়তো উসকানি... একথা বলতেই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে চিৎকার করেন। এরমধ্যে হঠাৎ করে একটা পানির বোতল উপদেষ্টা মাহফুজের মাথায় পড়তে দেখা যায়। এরপর উপদেষ্টা বলেন, আমি আর কথা বলব না। পরে পুলিশি নিরাপত্তার মধ্যে তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে চলে যান।


এর পর যমুনার সামনের মিডিয়াতে তিনি বিফ্রিং করেন। সেখানে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধানে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তারা তিনটি দাবি তুলেছেন। এগুলোর যৌক্তিকতা আছে কি না, তা শিক্ষা মন্ত্রণালয় বিচার করে দেখবে।


তিনি আরও বলেন, যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকটে ভুগছে, আমাদের সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আগামী বাজেটে শিক্ষার্থীরা ৭০ শতাংশ আবাসন ভাতা দাবি করেছেন। সেটা কত শতাংশে বাস্তবায়নযোগ্য, তা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শুরু করার দাবিটিও আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। বাজেট বরাদ্দ কমিয়ে না দিয়ে বরং প্রয়োজন অনুযায়ী তা বাড়ানোর বিষয়টিও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


এদিকে কাকরাইল মসজিদের সামনে ৩ দফা দাবিতে রাত কাটিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অবস্থান কর্মসূচিতে রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার ছাত্র ফ্রন্ট, বৈষম্যবিরোধীসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থী অবস্থান করছেন।


সবাই যার যার জায়গা থেকে অপরকে উজ্জীবিত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন, মার যখন খেয়েছি মাইর আরও খাব অধিকার আদায় না করে ক্যাম্পাসে ফিরব না।


জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে সব ক্রিয়াশীল সংগঠনের পাশাপাশি ছাত্রদল আছে। কাকরাইল মসজিদের ভেতর প্রায় ৫ শতাধিক আর বাইরে রাস্তায় অসংখ্য ছেলে অবস্থান করছে। তারা বিপ্লবের গান করে সময় পার করছে। রাস্তায় যখন নেমেছি রাস্তা থেকেই সব দাবির ফয়সালা হবে।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, আমাদের দাবি ন্যায্য দাবি শিক্ষার্থীদের অধিকার আদায়ের আমরা সব সময় আপসহীন। আমরা আমাদের দাবি আদায়ে এসেছিলাম যমুনা। কিন্তু পুলিশ আমাদের ওপরে বর্বরতার সহিত আমাদের ভাইবোনের আঘাত করেছে। তারা হাসপাতালে ভর্তি। আমরা দাবি আদায় রাজপথে আছি।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব বলেন, যেহেতু রাজপথে আমরা নেমেছি অধিকার আদায় না করে আমরা ফিরব না মার যখন খেয়েছি মাইর আরও খাব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায়ের আমরা আছি।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীন আহমেদ বলেন, যেহেতু ক্যাম্পাস ছেড়ে এসেছি আমাদের দাবি পূরণ না করে আর ক্যাম্পাসে ফিরতে চায় না তাতে যদি আমাদের আরো এক সপ্তাহ এখানে থাকা লাগে আমরা তাই থাকব ইনশাআল্লাহ।


উল্লেখ্য, জবি শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা।

সম্পাদক : অপূর্ব আহমেদ