গভীর রাতে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ২টা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান।
এর আগে রাত সোয়া ১টার পর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের তত্ত্বাবধানে কিছু মেডিকেল পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। খালেদা জিয়া বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন।
উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সেখানে ১৭ দিন চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। প্রায় চার মাস পর ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।