গেল বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় থানাগুলো থেকে লুট হওয়া প্রায় দেড় হাজার অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে, এই অস্ত্রগুলো বিভিন্ন হাত বদলের মাধ্যমে অপরাধীদের কাছে পৌঁছে গেছে, যার ফলে উদ্ধার প্রক্রিয়া জটিল হচ্ছে।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-২-এর উপ-অধিনায়ক নাজমুল্লাহেল ওয়াদুদ বলেন, ‘লুট হওয়া অস্ত্রগুলোতে বেশ কিছু হাত বদল হয়েছে। নির্বাচনের সময় পরিস্থিতি জটিল করার চেষ্টা করা হচ্ছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী তা নিয়ন্ত্রণে রাখতে তৎপর।’
তিনি আরও জানান, সম্প্রতি লুট হওয়া অস্ত্র উদ্ধার ও অপরাধ দমন অভিযানে র্যাব নিরলসভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান তৎপরতায় অস্ত্রগুলো পুনরুদ্ধার সম্ভব হবে।
ওয়াদুদ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চলমান অপরাধ প্রবণতাও উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘পরিচিত মাদক কারবারি বুনিয়া সোহেল ও চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পর তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়েছে।’
এছাড়া র্যাব-১০ জানিয়েছে, কেরানীগঞ্জে সৎ ছেলেকে হত্যার অভিযোগে অভিযুক্ত পিতা আজহারুল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় বস্তাবন্দি লাশ উদ্ধার ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সী ওরফে সুলতান জহিরকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানগুলোও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।