শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

মহাখালীতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১

মহাখালীতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১

রাজধানীর মহাখালীর টিবি গেইটে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির চাঞ্চল্যকর ঘটনায় জসিম নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব সদর দপ্তরের মিডিয়া উইং।

তারা জানিয়েছে, রাজধানীর মহাখালী টিবি গেট এলাকায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনায় একটি মামলা হয়। সেই মামলার প্রধান আসামি জসিমকে গাজীপুরের পুবাইল এলাকা শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। 

এ বিষয়ে শনিবার দুপুর ১২টায় উত্তরা র‍্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান। 

সম্পাদক : অপূর্ব আহমেদ