জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রোববার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরের শয্যাপাশে গিয়ে তিনি বলেন, “এই হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। সরকার নুরুল হকের উন্নত চিকিৎসার দায়িত্ব নেবে।”
পরে সাংবাদিকদের প্রশ্নে তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিবাদের পক্ষের শক্তিদের আশ্রয় দিতেই একটি মহল গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করছে। জাতীয় পার্টি পূর্বে অবৈধ সংসদকে বৈধতা দিয়ে ফ্যাসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তাদের ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। নুরের ওপর হামলা সেই ন্যক্কারজনক ষড়যন্ত্রের অংশ।”
তিনি আরও আশ্বাস দেন, এই ঘটনার সুষ্ঠু বিচার হবে এবং সরকার যে কোনো মূল্যে গণআন্দোলনের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করবে।