ঢাকা থেকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। এ ঘটনায় তার স্ত্রী ও ছোট ভাগ্নেও আঘাতপ্রাপ্ত হন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডা. জাহেদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে প্রাইভেটকারে করে তারা সবাই ঢাকা থেকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। রাত ১টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের সামনের ফ্লাইওভারের মুখে পৌঁছালে হঠাৎ পেছন থেকে একটি কাভার্ডভ্যান সজোরে তাদের ধাক্কা দেয় এবং টেনে-হিঁচড়ে অনেক দূর সামনে নিয়ে যায়। এতে প্রাইভেটকারটির বিভিন্ন অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তারা আহত হন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই ওই কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। তবে কাভার্ডভ্যানটি জব্দ করেছে বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে কাভার্ডভ্যানের চালক ও মালিকের নামে একটি মামলা করা হয়েছে।
ডা. জাহেদুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী। নির্বাচনের আগে এমন ঘটনা কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা তাকে হত্যাচেষ্টা হতে পারে বলেও মনে করছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম




















