আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার বিষয়ক উপকমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে কার্যপরিধিভিত্তিক এই উপকমিটি গঠন করা হয়েছে।
ইশতেহার বিষয়ক উপকমিটিতে প্রধান হিসেবে রয়েছেন এহতেশাম হক। পাশাপাশি ইশতিয়াক আকিবকে কমিটির সেক্রেটারি করা হয়েছে।
এ ছাড়াও উপকমিটির সদস্যরা হলেন জাহিদ আহসান, তৌকির আজিজ, আব্দুল্লাহ আল ফয়সাল, মুনা হাফসা, সাইফুল ইসলাম ও তুহিন মাহমুদ।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম




















