বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
শনিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিএনপিকে অভিনন্দন জানান এবং অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে গণতান্ত্রিক উত্তরণের পথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন—“বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা।”
উল্লেখ্য, গত বছরের (২০২৪ সালের) ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রেক্ষাপটেই বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক সময়ে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে দলটি ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে এবং গণতান্ত্রিক সংস্কারের পথে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এ প্রেক্ষাপটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে সারজিস আলম এক ধরনের রাজনৈতিক সংহতি ও গণতান্ত্রিক সহযাত্রার ইঙ্গিত দিলেন।