মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে নৌ ও বিমান বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে নৌ ও বিমান বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে শুধুমাত্র সেনাবাহিনী নয়, নৌবাহিনী ও বিমানবাহিনীকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সেনাবাহিনীকে অনুরোধ করা হয়েছে। বিজিবি, আনসার ও অন্যান্য বাহিনীরও ভূমিকা থাকবে। নির্বাচনে আনসারের অবদান সবচেয়ে বেশি। আগে ১২ জন আনসার দায়িত্বে থাকতেন, এবার আরও একজন যোগ করা হচ্ছে প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য। পুলিশ প্রতিটি কেন্দ্রের জন্য ২-৩ জন থাকবে। সেনাবাহিনী মোবাইল হিসেবে প্রস্তুত থাকবে। র‌্যাব, এবিপিএন সহ অন্যান্য বাহিনীও দায়িত্বে থাকবে।”


তিনি আরও জানান, “যেসব পুলিশ কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন পুলিশও নিয়োগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ৪ হাজারের বেশি পুলিশ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। আরও একটি ব্যাচ প্রশিক্ষণে রয়েছে এবং আরেকটি দ্রুত প্রশিক্ষণ শুরু করবে। নির্বাচনের আগে অন্যান্য বাহিনীরও প্রশিক্ষণ দেওয়া হবে।”


নির্বাচনের প্রস্তুতিসহ প্রশিক্ষণ বিষয়ে তিনি বলেন, “আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে উদ্বোধন করা হবে। শুধু পুলিশ নয়, সব বাহিনী নির্বাচনের আগে প্রশিক্ষণ পাবে।”


এছাড়া থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “উদ্ধারের চেষ্টা চলছে। যারা তথ্য প্রদান করবেন তাদের তথ্য গোপন রাখা হবে এবং পুরস্কৃত করা হবে।”


স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর এ বক্তব্য নির্বাচনের নিরাপত্তা ও প্রস্তুতি বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান প্রতিফলিত করছে।

সম্পাদক : অপূর্ব আহমেদ