সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল ভারত

পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল ভারত

আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ সবসময়ই উত্তেজনার কেন্দ্রবিন্দু। তবে এবারের লড়াইয়ে রোববার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই জয়ে প্রতিবেশী প্রতিপক্ষের বিপক্ষে টানা ষষ্ঠ জয় তুলে নিল তারা যা এই লড়াইয়ে আগে কখনো হয়নি।

পাকিস্তানের দেয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। এর মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়ে নিল তারা। আগের রেকর্ড ছিল ১৬০ রান, ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে।

রান তাড়ায় ভারতের ইনিংস গড়ে দেন ওপেনাররা। শুভমান গিল ২৮ বলে ৮ চারে ৪৭ রান করেন, যদিও ফিফটির আগেই ফেরেন। অন্য ওপেনার অভিষেক শর্মা খেলেন দুর্দান্ত এক ইনিংস। তার ৩৯ বলে ৬ চার ও ৫ ছক্কার সাহায্যে ৭৪ রানের ঝড়ো ইনিংস ম্যাচের ভাগ্য গড়ে দেয়। পরে তিলক ভার্মা অপরাজিত ৩০, সঞ্জু স্যামসন ১৩ ও হার্দিক পান্ডিয়া অপরাজিত ৭ রান করে জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। দলের হয়ে ওপেনার শাহিবজাদা ফারহান খেলেন সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস (৪৫ বলে ৫ চার, ৩ ছক্কা)। তবে অন্যরা উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হন। ফখর জামান ৯ বলে ১৫, সাইম আইয়ুব ১৭ বলে ২১, নাওয়াজ ১৯ বলে ২১ এবং ফাহিম আশরাফ ৮ বলে অপরাজিত ২০ রান করেন।


টুর্নামেন্টে পাকিস্তানের পরের ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে। আর ভারত নামবে বুধবার বাংলাদেশের বিপক্ষে।

সম্পাদক : অপূর্ব আহমেদ