সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে দলগুলো একমত: আলী রিয়াজ বাংলাবাজার পত্রিকা.কম এবার ফ্লোটিলা থেকে যে বার্তা দিলেন শহিদুল আলমের সহযাত্রীরা বাংলাবাজার পত্রিকা.কম হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাংলাবাজার পত্রিকা.কম সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছে প্রায় ৩৩ হাজার কোটি টাকা বাংলাবাজার পত্রিকা.কম অপূর্ব পালের বিরুদ্ধে মামলা করবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাবাজার পত্রিকা.কম তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা বাংলাবাজার পত্রিকা.কম ভয়াবহ দুর্যোগের কবলে ভারত, বন্ধ দার্জিলিংয়ের সব পর্যটন স্পট বাংলাবাজার পত্রিকা.কম 'ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে' বাংলাবাজার পত্রিকা.কম গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ, লন্ডনে গ্রেপ্তার ৫০০ বাংলাবাজার পত্রিকা.কম এবার দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর

সমালোচনার মাঝেই সুখবর পেলেন সাকিব

সমালোচনার মাঝেই সুখবর পেলেন সাকিব

বর্তমানে বাংলাদেশি গণমাধ্যমের শিরোনামে রয়েছেন সাকিব আল হাসান। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এরপর থেকেই সমালোচনায় ভাসছেন আওয়ামী লীগের এই সাবেক এমপি। এর মাঝেই কানাডা থেকে সুখবর পেয়েছেন এই অলরাউন্ডার।

কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে। বাংলাদেশি এই অলরাউন্ডারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সাকিবের পাশাপাশি আরো বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দেখা যাবে টাইগার্সের জার্সিতে। এই তালিকায় আছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইরা। 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় মুখ কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী ও সিকান্দার রাজারাও নাম লিখিয়েছেন এই আসরে।

আগামী ৮ অক্টোবর পর্দা উঠছে কানাডার সুপার সিক্সটি আসরের। ১০ ওভারের এই টুর্নামেন্টটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

মন্ট্রিয়াল টাইগার্স: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।


সম্পাদক : অপূর্ব আহমেদ