শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা করলেন স্কালোনি

চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা করলেন স্কালোনি

লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার শীর্ষে থেকে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে চলতি মাসে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। আর এই দুই ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

শুক্রবার (৪ অক্টোবর) ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি। যেখানে মেসিকে স্কোয়াডে রাখার পাশাপাশি দলে কিছু চমক রেখেছেন স্কালোনি। 

লম্বা সময় পর আর্জেন্টিনা দলে ফিরেছেন মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একমাত্র ম্যাচটি ২০২২ সালের জুনে খেলেছেন। 

ভেনেজুয়েলার বিপক্ষে মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দি পলের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, এর পরদিন মেজর লিগ সকারে (এমএলএস) ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ আছে মায়ামির।

ফ্লোরিডার মায়ামি গার্ডেনে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অবশ্য

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), ওয়াল্তার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো (রেসিং)

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লাউতারো রিভেরো (রিভার প্লেট), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)


মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আনিবাল মরেনো (পালমেইরাস), রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি), এনজো ফার্নান্দেজ (চেলসি), নিকোলাস পাস (কোমো), জিওভানি লো সেলসো (রেয়াল বেতিস), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), থিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রিয়াল মাদ্রিদ), হোসে মানুয়েল লোপেস (পালমেইরাস)


ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), জুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), নিকোলাস গনসালেস (ইউভেন্তুস), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ)


সম্পাদক : অপূর্ব আহমেদ