বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বিসিবিতে যে দায়িত্ব পেলেন আসিফ আকবর

বিসিবিতে যে দায়িত্ব পেলেন আসিফ আকবর

বিসিবি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার পর থেকে আলোচনায় ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। চট্টগ্রাম বিভাগ থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হয়েছেন তিনি। এরপরই বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় পাইলট এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এর আগে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় আসিফ আকবরকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

এ ছাড়াও আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন নতুন বিসিবি সভাপতি। আর ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।

উল্লেখ্য, গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমাকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল বিসিবি নির্বাচন। যেখানে পরিচালক পদে বিজয়ী হয়েছেন ২৩ প্রার্থী এবং দুইজন এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে।


২৫ পরিচালক নিয়ে বিসিবি সভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই পদে আমিনুল ইসলাম বুলবুলের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে সভাপতি পদে বিজয়ী ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আর সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।


সম্পাদক : অপূর্ব আহমেদ