‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া বিক্ষোভকারীদের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিক্ষোভকারীরা জড়ো হন। বিকেলে সেখানে জুলাই সনদ সই হওয়ার কথা রয়েছে। দুপুর সোয়া ১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে শুরু করে। পাশাপাশি তাদের সরাতে টিয়ারশেল ব্যবহার করা হয়।
বিক্ষোভকারীদের একটি দলকে পুলিশ খামারবাড়ি মোড়ের দিকে, আরেকটি দলকে আসাদ গেট প্রান্তের দিকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
বহুল প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে আজ। বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ সনদ স্বাক্ষরিত হওয়ার কথা।
তবে এ অনুষ্ঠান ঘিরে সকালে থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৩ দফা দাবিতে সকাল থেকে অবস্থান নেন তারা।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জুলাই সনদে তাদের স্বীকৃতি থাকবে জানিয়ে তাদের সরে যাওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা আগের অবস্থান চালিয়ে যান। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দেন।