শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এছাড়া আরও ৮টি পথে রয়েছে।

শনিবার বেলা সোয়া ২টার দিকে সেখানে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম।

তিনি বলেন, বিমানবন্দরের ৮ নম্বর গেটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ২৮টি ইউনিট কাজ করছে। আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

নৌবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন বলে আইএসপিআরের তরফে জানানো হয়েছে।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।


বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ তথ্য জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।


কীভাবে সেখানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য কর্তৃপক্ষ জানাতে পারেনি।


এদিকে রিয়াদ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ৩৯৬ যাত্রী নিয়ে শাহজালালে নামতে না পেরে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে বলে বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন।

সম্পাদক : অপূর্ব আহমেদ