মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো ঐকমত্য কমিশনের শেষ বৈঠকে

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো ঐকমত্য কমিশনের শেষ বৈঠকে

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ বৈঠক হয়। 

কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশমালা মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে হস্তান্তর করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সমাপনী বৈঠকে প্রধান উপদেষ্টা কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ দেওয়া পর্যন্ত সব ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এগুলো মহামূল্যবান সম্পদ, যা জাতি হিসাবে আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষাপট ও প্রক্রিয়াকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করবে এবং ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। বৈঠকে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ বৈঠকে বলেন, কমিশন বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য কাজ করেছে এবং রাজনৈতিক দল, আইন বিশেষজ্ঞ, শিক্ষাবিদসহ নাগরিক সমাজের বিশিষ্টজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের তিনটি মূল দায়িত্বের (বিচার, সংস্কার, নির্বাচন) মধ্যে কাঠামোগত সংস্কারের একটি রূপরেখা তৈরি করাই ছিল কমিশনের প্রধান দায়িত্ব এবং কমিশন সংস্কারকেই অগ্রাধিকার দিয়েছে, যাতে ভবিষ্যতে জনগণ কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পারে।


নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও কমিশন সদস্য বদিউল আলম মজুমদার গণ-অভ্যুত্থানে ঝরে যাওয়া প্রাণের কথা স্মরণে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের নিবিষ্টতা ও সাহসিকতা প্রত্যাশা করেন।


কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যেকার আন্তরিক ঐক্যের প্রতিফলনকে খুবই ইতিবাচক দিক বলে মন্তব্য করেন।


দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি দুদক সংস্কারেও সরকারকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, শহীদ পরিবারগুলো সংস্কার নিশ্চিত না হলে তাদের সন্তানদের জীবন উৎসর্গ করা বৃথা যাবে বলে মনে করেন, কারণ গণ-অভ্যুত্থানে জীবন দেওয়া ব্যক্তিরাই এর মূল ভিত্তি।

সমাপনী বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা।


মঙ্গলবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের কাছে এই সুপারিশ হস্তান্তর করবে জাতীয় ঐকমত্য কমিশন।


সম্পাদক : অপূর্ব আহমেদ