রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ভাইরাল হওয়া সেই ছিনতাইয়ের হোতা গ্রেপ্তার

ভাইরাল হওয়া সেই ছিনতাইয়ের হোতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় সেনাবাহিনীর তৎপরতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিনতাই ঘটনার মূল ছিনতাইকারীসহ তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।


শনিবার (৮ নভেম্বর) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।


বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ছিনতাই করে নেওয়া এক যুবকের  ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল নেওয়ার ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। উক্ত ভিডিওর ভিত্তিতে সম্ভাব্য ছিনতাইকারীদের পরিচয় নির্ণয় করতে থাকে সেনাবাহিনী। 

এদিকে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে উক্ত ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গতকালই তাদের একজন পুনরায় ঢাকাতে ফেরত আসে, সাথে সাথেই তাকে গ্রেপ্তারে অভিযানে নামে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।



অভিযান চলাকালে সেনা টহল দল শাওন (১৯) নামের মূল অভিযুক্ত ছিনতাইকারীকে তার সহযোগী মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)-সহ আটক করে। জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করে যে তিনিই ভাইরাল হওয়া ভিডিওটির ব্যক্তি এবং সে তার ব্যবহৃত দেশিয় অস্ত্র সেনা টহল দলের কাছে হস্তান্তর করে।


আটককৃত চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মোহাম্মদপুর এলাকায় কেউ কোন অপরাধ করলে সে আজ হোক অথবা কাল হোক ধরা পড়বে এবং আইনের আওতায় আসবেই। ইতিপূর্বে যত ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, তাদের অধিকাংশই আমাদের কাছে অথবা পুলিশ - র‍্যাবের কাছে গ্রেপ্তার হয়েছে। যারা পালিয়ে আছে তাদের খুজে বের করে গ্রেপ্তারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।


সম্পাদক : অপূর্ব আহমেদ