কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঢাকার রাজপথে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (১০ নভেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
শফিকুল আলম লিখেছেন, বিএএল (বাংলাদেশ আওয়ামী লীগ), তাদের সমর্থকেরা এবং তাদের গণহত্যাকারী নেতা মনে করছেন, এটি ২৮ অক্টোবর, ২০০৬। তারা কল্পনা করছেন, প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করার পর রাস্তা দখল করার জন্য হাজার-হাজার দুর্বৃত্তের দলকে ঢাকার কেন্দ্রস্থলে পাঠাবেন।
তিনি আরও লিখেছেন, দুঃখিত - এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলের যেকোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির সঙ্গে মোকাবিলা করা হবে।
প্রেস সচিব লিখেছেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। মনে রাখবেন এটি ২৮ অক্টোবর, ২০০৬ নয়। এটি জুলাই- চিরকাল।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম



















