ঢাকার সূত্রাপুরে মালঞ্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
এর আগে, সোমবার (১০ নভেম্বর) রাতে ও সোমবার দিবাগত ভোরে রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে। এর আগে গতকাল সোমবার সকালে দুটি ও সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















