আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো ফল হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে খুলনায় নির্বাচন উপলক্ষে পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
আইজিপি বলেন, কত সেন্টার বন্ধ করবেন? ইলেকশন কেউ ঠেকাতে পারবে না। এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, ক্রসফায়ার দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাই না।
বাহারুল আলম বলেন, যারা অনিয়মে জড়িত বা যাদের পরিশুদ্ধি সম্ভব নয়, এমন কোনো পুলিশ সদস্যকে নেতৃত্বের দায়িত্বে রাখা হবে না। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সবার সহযোগিতা চাই।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















