মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

দ্বিতীয় দিনে আজ ইসির ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ

দ্বিতীয় দিনে আজ ইসির ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিন আজ রোববার (১৬ নভেম্বর) আরও ১২টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম পর্বে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। এ পর্বে নির্বাচনী প্রস্তুতি, ভোটের নিরপেক্ষতা, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে ইসি ও রাজনৈতিক দলগুলো মতবিনিময় করবে।

দ্বিতীয় পর্বে, বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত জাসদ, ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এই পর্বে দলগুলো তাদের ভোটার সচেতনতা কর্মসূচি, মনিটরিং ব্যবস্থা ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ইসির সঙ্গে বিস্তারিত আলোচনা করবে।

এর আগে, গত বৃহস্পতিবার প্রথম দিনের সংলাপে দুই পর্বে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। নির্বাচনী সংলাপ চালু রাখার মাধ্যমে ইসি নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখা, ভোটের স্বচ্ছতা নিশ্চিত করা এবং সকল রাজনৈতিক দলের সাথে অবাধ যোগাযোগের সুযোগ তৈরি করতে চাচ্ছে।

সম্পাদক : অপূর্ব আহমেদ