আশুলিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও বর্তমান আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক শাহ আলম এর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ষড়যন্ত্রে রয়েছেন আশুলিয়ার পবনারটেক এলাকার বিএনপি নেতা পিয়ার আলী,এই ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সাংবাদিক মাজেদুল ইসলাম বলেন, ছাত্র সমাজ দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যাদের হাতে ক্ষমতা দিতে চায় তাদের হাতে সাধারণ জনগণ তো নিরাপদ নেই সাংবাদিকরা পর্যন্ত নিরাপদহীন হয়ে পড়েছে। আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের প্রায় ৬০ জন সাংবাদিক আছে আমি সবাইকে বলবো আমাদের ক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কোন রকম হয়রানি করা হয় তাহলে আমরা অন্যায় এর বিরুদ্ধে কলম দিয়ে এর তীব্র প্রতিবাদ করবো।
সাংবাদিক সোহেল বলেন, আশুলিয়ায় অন্যায় ভাবে কোন সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। তাহলে সব সাংবাদিক ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমে মানববন্ধন করে এর প্রতিবাদ জানানো হবে।
সাংবাদিক নেতা বেলাল হোসেন বলেন, সঠিক তদন্ত ছাড়া কোন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয় তাহলে সাংবাদিকরা ঘরে বসে থাকবে না।এই ঘটনার জন্য সাংবাদিক সমাজ তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান।
টিভি সাংবাদিক শাহীন আলম বলেন, পুলিশ সঠিক তদন্ত করে সত্যতা পেলে মামলা নিবে কিন্তু মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক হয়রানি করা হলে সাংবাদিকরা প্রতিরোধ গড়ে তুলবে। ব্যক্তিগত স্বার্থের জন্য দলের নাম ব্যবহার করে সাংবাদিকদের হয়রানি করা হলে সাংবাদিকরা এর দাঁত ভাঙ্গা জবাব দিবে। আশুলিয়া কোন সাংবাদিক মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয়। এব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান এলাকার সাংবাদিকবৃন্দ।