রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

ঢাকায় সিএনজি-লেগুনা সংঘর্ষে একজনের প্রাণহানী

ঢাকায় সিএনজি-লেগুনা সংঘর্ষে একজনের প্রাণহানী

রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে। 


শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান রবিউল ইসলাম। তিনি বলেন, শনিবার রাত ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর একটি সিএনজি ও লেগুনার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাশে থাকা এক ভ্যানচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।


এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আর দুর্ঘটনার বিষয়টি এরই মধ্যে ডেমরা থানা-পুলিশকে জানানো হয়েছে। 


সম্পাদক : অপূর্ব আহমেদ